অবতক খবর,৭ অক্টোবর,হলদিয়া: শিল্পনগরী হলদিয়ায় ভোজ্য তেল উৎপাদনকারী কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার শ্রমিকরা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাল।
কারখানার কর্তৃপক্ষের কাছ থেকে দাবিদাবা আদায় করতে না পেরে মর্নিং শিফট শ্রমিকরা কারখানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখালো।
হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় Emami ভোজ্য তেল উৎপাদনকারী কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে গেটের সামনে বিক্ষোভ। কারখানায় প্রায় 600 শ্রমিক কাজ করে।
শ্রমিকদের দাবি তাদের ন্যায্য মতো বেতন দেওয়া হয় না, কারখানার শ্রমিকদের পোশাক জুতো দেওয়া হয় না, বোনাস দেওয়া হয় না।
শ্রমিকদের নানাবিধ দাবি দাবা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার পরও ন্যায্য বকিও না মেলায় কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
সকাল আটটা থেকে কারখানার গেটে বিক্ষোভ দেখায় তারা।