অবতক খবর,৮ নভেম্বর: পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ার কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। বিজয়া সম্মিলানিতে এসে হলদিয়ার তাপসী মন্ডলকে অপদার্থ অযোগ্য আখ্যা দেন মহিষাদলের বিধায়ক। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।

একজন মহিলা বিধায়িকাকে এরূপ সম্বোধন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হলদিয়ার মহিলা বিধায়িকা তাপসী মন্ডল জানিয়েছেন এই দল কোন আদর্শ মেনে চলেনা, লঘু গুরু জ্ঞান করে না, নীতি আদর্শ হারিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই ঘটনার গুরুত্ব দিতে নারাজ। তমলুকের বিধায় তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র এই ঘটনা সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। অপরদিকে সিপিএম এর তরফ থেকে বলা হয়েছে তৃণমূল বিধায়ক এবং বিজেপি বিধায়িকা দুজনেই অপদার্থ। যদিও এই বিষয়ে কথা বলা যায় না, এটা সিপিএম এর রুচি বিরুদ্ধ। একজন মহিলা বিধায়কাকে এরূপ সম্বোধন যথেষ্ট তোলপাড় করছে রাজনৈতিক মহলকে।