অবতক খবর , সৌম্যজিৎ চট্টোপাধ্যায় , পূর্ব মেদিনীপুর :- ক্ষুদিরাম বসুর জন্মদিবসে হলদিয়ার একই মঞ্চে কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠ ও তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। যা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ।

২০০৭ সালে নন্দীগ্রামে ভূমি আন্দোলন যার জন্য শুরু হয়েছিলো সেই ততকালীন সিপিমের সাংসদ বর্তমান কংগ্রেসের নেতা লক্ষ্মণ শেঠকে দেখা গেলো তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে একই মঞ্চে। নন্দীগ্রামের ভূমি আন্দোলনের নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলে চাপান উতর চলছে ঠিক সেই সময়ে একই মঞ্চে লক্ষ্মণ শেঠ ও কুনাল ঘোষ। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

লক্ষ্মণ শেঠ প্রসঙ্গে কুনাল ঘোষ ভূয়সী প্রশংসা করে বলেন হলদিয়ার নব রূপকার তিনি। তাছাড়া নন্দীগ্রাম ঘটনায় তাকে আলিমুদ্দিন অযথা জড়িয়েছে। তিনি নন্দীগ্রামের এই ঘটনা ঘটুক চাইতেন না।

যে নন্দীগ্রামের আন্দোলনের ফলে তৃণমূল রাজ্যে সরকার গড়েছিলো এবং সেই ঘটনার খলনায়ক লক্ষ্মণ শেঠকে বলা হত। সেই লক্ষ্মণ শেঠের পাশে একই মঞ্চে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ থাকা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।