অবতক খবর,১৭ ফেব্রুয়ারী : শাশ্বতী চক্রবর্তী গত শনিবার অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে প্রচন্ড পেটের যন্ত্রণা অনুভব করায় তাকে আকুনি পিছা পশো প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়, বর্তমানে ওই ছাত্রী এই উক্ত block স্বাস্থ্য কেন্দ্রেই ভর্তি আছেন।আজ সেখান থেকেই মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী। হসপিটালের বেডে শুয়েই তিনি পরীক্ষা দিচ্ছেন।
বাইরে রয়েছে পুলিশ পাহারা , এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরাও উপস্থিত আছে ওনার কাছেই।
যাতে না কোন দিক থেকে ওনার শারীরিক কোন সমস্যা হয় সেই দিকে নজর রাখছেন সর্বদা ডাক্তারবাবুরা।
এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে আরও বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হওয়ার খবর ইতিমধ্যেই এসে পৌঁছেছে। মাধ্যমিক 2025 এর কুইক রেসপন্স টিমের আধিকারিক কৌশিক শীল জানান।
আগামী দিনগুলোতে পরীক্ষার্থীরা হাসপাতালেই পরীক্ষা দেবেন কিনা চিকিৎসার পর ডাক্তার বাবুরা জানিয়ে দেবেন।
তিনি আরো জানান বর্তমানে যেসব মাধ্যমিক 2025 এর ছাত্রছাত্রীরা ভর্তি আছেন হসপিটালে তারপর ওনাদের শারীরিক অবস্থা সম্পর্কে।