অবতক খবর, উত্তর দিনাজপুর: হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে রীতিমতো উৎসবমুখর এলাকা। ইসলামপুর ব্লকের কোদালদহ এলাকার ভুজাগাওতে ফজলুল হক হাই মাদ্রাসার ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও একাধিক কর্মসূচির উদ্বোধন হলো বুধবার। এদিন ওই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, জেলা পরিষদ সদস্য হর সুন্দর সিংহ এবং আগ ডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান নার্গিস বেগম ও সমাজ কর্মী জাকির হোসেন প্রমুখ।

ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি প্রত্যন্ত এলাকার শিক্ষা কেন্দ্র সুদীর্ঘ ৫০ বছর ধরে এলাকার শিক্ষা বিস্তারে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নিরলসভাবে বিদ্যালয়ের শিক্ষকরা এলাকাকে শিক্ষিত করে গড়ে তোলার যে প্রয়াস নিয়েছেন ধারাবাহিকভাবে সেই বিষয়টিকে রীতিমত সাধুবাদ জানান এদিনের অনুষ্ঠানের অতিথিবর্গ। ওই পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি আলহাজ মাওলানা আবুল কালাম কাসেমী, সম্পাদক সৈয়দ আবদুস সুবহান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাম্মদ মিরাজুল হক সহ অন্যান্যরা। ২ দিনব্যাপী স্থানীয় পড়ুয়াদের প্রতিভার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচি থাকছে।