অবতক খবর,২৫ মার্চ: গত মঙ্গলবার বগটুই গ্রামে একাধিক বাড়িতে 8 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৷ এদিন সেই বাড়িগুলিতে এল সিবিআই ৷ বাড়িগুলো থেকে নমুনা সংগ্রহ করছেন তাঁরা ৷ এদিন হাইকোর্টের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যে বগটুই কাণ্ডে তদন্ত শুরু করল সিবিআই ।
এদিনই কলকাতা হাইকোর্ট রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ প্রধান বিচারপতি আগামী 7 এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট তলব করেছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, এই মামলায় সিবিআই যে শুধু তদন্তই করবে তা নয়, তারা দোষীদের গ্রেফতারও করবে ৷
রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ হাইকোর্টের নির্দেশের পরই বগটুই গ্রামে পৌঁছল সিবিআইয়ের ফরেন্সিক দল ৷ ঘটনাস্থলে এসেছেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরির 9জন কর্মী ৷ পাশাপাশি এসেছেন বর্ধমান কোর্টের বিচারক শোভন মুখোপাধ্যায় ৷