অবতক খবর,২৭ এপ্রিল: 2021 এর ভোট পরবর্তী হিংসায় জগদ্দলের এক্সাইড ব্যাটারি কারখানার বিজেপি সমর্থিত স্থায়ী ও ঠিকাশ্রমিক মিলিয়ে 54 জন শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে পড়েছিলেন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশএর পরে সেইসব শ্রমিককে কর্মে ফেরাতে তৎপর জগদ্দল থানার পুলিশ প্রশাসন। অভিযোগ, জগদ্দল এর এক্সাইড ব্যাটারি কারখানার কর্মহীন শ্রমিকরা পুনরায় কর্মে যোগদান করতে গেলে কারখানার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাদের বিভিন্ন নিয়ম শৃঙ্খলার যাঁতাকলে যোগদানে বাধা দিচ্ছেন।
মেডিকেল ফিট সার্টিফিকেট, ভ্যাকসিন সার্টিফিকেট সহ বিভিন্ন কারণ দেখিয়ে শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেওয়া হচ্ছে। আজও জগদ্দল থানার পুলিশের উপস্থিতিতে কিছু শ্রমিক কাজে যোগদান করতে এলে তাদেরও একই সমস্যার সম্মুখীন হতে হয়। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় ভারতীয় জনতা পার্টির বহু সমর্থক ঘরছাড়া হয়েছিলেন, পাশাপাশি বিজেপি সমর্থিত প্রচুর শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে পড়েছিলেন। ভারতীয় জনতা পার্টির তরফে হিংসার প্রতিবাদে এনিয়ে শাসক দলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছিল। সম্প্রতি হাইকোর্টের রায় ঘোষণার পর কর্মহারা শ্রমিকদের পুনরায় কর্মে ফেরাতে উদ্যত হয় রাজ্য পুলিশ প্রশাসন।
এক্সাইড ব্যাটারীর বিজেপি সমর্থিত কর্মহীন শ্রমিকদের দাবি, হাইকোর্টের নির্দেশ অনুসারে অবিলম্বে তাদের কর্মে যোগদান করাতে হবে নইলে তারা পুনরায় আইনের পথে হাঁটবেন।