অবতক খবর ,সম্পা ভট্টাচার্য , জলপাইগুড়ি :- অবিলম্বে হাইড্রেন নির্মান এবং রাস্তা সম্প্রসারনের দাবিতে পথ অবরোধ করলো মহিলারা। সোমবার ঘটনাটি ঘটেছে মাল মহকুমার দক্ষিন ওদলাবাড়ি এলাকার রাজ্য সড়কে। মাল ব্লকের ওদলাবাড়ি বাজার থেকে ওদলাবাড়ি চাবাগান পর্যন্ত রাজ্যসড়ক সম্প্রসারণের কাজ চলছে বেশ কিছুদিন ধরে।
এলাকাবাসীদের দাবি, প্রায় তিন কিলোমিটার ফোর লেনের রাস্তা তৈরির কথা থাকলেও এখন শুধু ১.৬ কিলোমিটার রাস্তা ফোর লেন হচ্ছে।এছাড়া দক্ষিন ওদলাবাড়ি এলাকায় কোন হাইড্রেন তৈরী করা হচ্ছেনা।
অবিলম্বে হাইড্রেন এবং রাস্তা সম্প্রসারণের দাবি জানানো হয়। অবরোধকারিদের বক্তব্য, এর আগে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দু’দিক পরিস্কার করার কথা বলা হয়েছিল। সেইমতো দক্ষিন ওদলাবাড়ির সব ব্যাবসায়ী তাদের দোকান ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।এদিকে রাস্তার দু ধারে হাইড্রেন হওয়ার কথা থাকলেও তা হচ্ছেনা এবং ফোর লেনের রাস্তাও হচ্ছে না। দক্ষিন ওদলাবাড়ি এলাকায় হাইড্রেন না হলে ওদলাবাড়ি বাজারের সমস্ত নোংরা জল এই এলাকায় জমা হবে।
এতে দুর্ভোগে পরবে এলাকার মানুষ।এই ব্যাপারে নির্মানকারী সংস্থার জেনারেল ম্যানেজার সুশিল কুমার দুবে বলেন, এখানে আমাদের কিছু করার নেই। নির্দেশমত কাজ করা হচ্ছে । এই ব্যাপার নিয়ে পুর্ত দপ্তরের সাথে কথা বলবো আমরা। প্রায় আড়াই ঘন্টা অবরোধ চলার পর পুলিশের উপস্থিতিতে ঠিকাদার সংস্থার আধিকারীকদের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার পর অবরোধ উঠে যায়।