অবতক খবর , রাজ্ , হাওড়া :-   এবার ৩৬ তম বর্ষ।এবারের ভাববে মুক্ত হতে যুক্ত হও।অর্থাৎ করোনা ছাড়াও অন্যান্য পরিস্থিতিতেও শরীর মন মুক্ত ও সতেজ রাখতে যুক্ত হতে হবে , যোগের সাথে।

যোগাসন ও মেডিটেশনের মাধ্যমে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় সেটা দেখা যাবে মন্ডপে।একবারে খোলামেলা মন্ডপে দেখা যাবে যোগের বিভিন্ন কলা।মন্ডপের আবহ সঙ্গীত ও আলো সেভাবেই করা হয়েছে।নিয়মমত খোলামেলা মন্ডপ করা হয়েছে।

প্রতিমা নজরকাড়া যা মুগ্ধ করবে দর্শনার্থীদের। তবে হাইকোর্টের নির্দেশের পর উদ্যোক্তারা মন্ডপের সামনের অংশের স্ট্রাকচার খুলে দিয়েছেন।দশ মিটার কর্ডন করে দেওয়া হয়েছে।বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্ডপে।