নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : হাওড়া : হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষ মুহূর্তে প্রস্তুতির ছবি। মুখ্যমন্ত্রীর আজকের সভা কে কেন্দ্র করে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে। গোটা ব্যবস্থাপনার ও তদারকির দায়িত্বে আছেন হাওড়া জেলা সদর তৃনমূলের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য।
সকাল থেকে এই সভা মঞ্চে বারবার ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। আজ বিকেলে ৪ টের সময় মুখ্যমন্ত্রী এই সভামঞ্চ থেকে বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে তৃণমূল দলীয় সূত্র মারফৎ।
প্রসঙ্গত এই ডুমুজলার মাঠেইমাস দুয়েক আগে প্রথম সভা করেন ভারতীয় জনতা পার্টি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই সভায় উপস্থিত হওয়ার কথা ছিল। পরবর্তী কালে তার সফর বাতিল হলে এখানেই সভামঞ্চ থেকে সদ্য বিজেপিতে যোগদানকারী রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি করার আবেদন জানান। সেই সভার ঠিক এক সপ্তাহের মাথায় জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা সভা করা হয়। তারপরে আজকে এখানেই মুখ্যমন্ত্রীর সভা।
আজকে রাজ্যে যেখানে বিধানসভার প্রথম দফায় ৩০ টি আসনের ভোট গ্রহণ পর্ব চলছে সেখানে হাওড়া সদরের শাসক দলের এই সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর এই সভা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। পাশাপাশি এই রাজ্যের প্রথম দফার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমোর প্রতিক্রিয়াও উঠে আসবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলে ধারণা।