পুজো আসছে।ব্যবসায়ীরা জানাচ্ছেন মন্দা বাজার। আমাদের মনে সুখ নেই ।কে দেবে এর জবাব?
হাত পা চোখ মাথার কবিতা
তমাল সাহা
আমাদের কি হবে কে জানে!
পৃথিবীতে আমাদের আসার
সত্যিই কি আছে কোনো মানে?
আমরা আছি এই যা,
কিছু কি আছে আমাদের?
যে যখন আসে,যা ইচ্ছে তাই করে,
আমাদের হিসেব নিকেশ সব বাদের।
আমাদের ঘর আছে,
নিশ্চিত আছে কি আশ্রয়?
প্রতিপদে নিষেধের চোখ,
আমাদের মাথানীচু, পরাজয়।
আমাদের মুখ আছে,
সত্যিই কি আছে দুমুঠো ভাত?
দিনেরও তো দুপুর রাত আছে,
তার হাতে আছে অতিরিক্ত
উজ্জ্বল প্রভাত।
সত্যিই কি সেই প্রভাত উজ্জ্বল?
তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেন
এতো ক্ষোভের গরল?
আমাদের হাত আছে,
সত্যিই কি হাতে আছে কাজ?
দখলের আগে যত মমতা
ক্ষমতা পেলেই তাদের মেজাজ।
আমাদের চোখ আছে,
সত্যিই কি আমরা কিছু দেখি?
তারা যা দেখায়, বুকে থাকে ভয়
তাতেই তো বিশ্বাস রাখি।
এইভাবে আর কতদিন চলে?
ভাবি শুধু , দিন কেটে যায়।
মাথায় মস্তিষ্ক আছে কি ?
পিঠে হাত রাখি,
শিরদাঁড়া কোথায়?
পা আমাদের দীর্ঘ,একটি নয়,দুটি
পথ কি খুঁজে পেয়েছি কখনও,
শুধু রাস্তায় হাঁটি।
হাঁটাটা হাঁটার মত কবে হবে সঠিক ?
আমরা কি পারবো হতে সময়ের পদাতিক?