অবতক খবর,২৭ আগস্ট,বাঁকুড়া:- হাতির হানায় ক্ষতির মুখে বাঁকুড়ার গ্রামবাসীরা।
গ্রামবাসীরা পাচ্ছে না ক্ষতিপূরণের টাকা ! ‘ফান্ডে টাকা নেই’ বলে সাফাই বনদপ্তরের!
ফের বুনো দাঁতালের তান্ডবে সন্ত্রস্ত বাঁকুড়ার গ্রাম। রাতভর বনের হাতির তান্ডবে চরম ক্ষতির মুখে কৃষক থেকে ব্যবসায়ী। বিপুল ক্ষতির মুখে দাঁড়িয়ে কপালে হাত গ্রামবাসীর।
সূত্রের খবর, গতকাল ভোররাতে একটি বুনো হাতি ঢুকে পড়ে বাঁকুড়ার বৃন্দাবনপুর গ্রামে এবং গ্রামে ঢুকেই হাতিটি প্রথমে গ্রামের মুখে থাকা ৪ টি দোকানে ভাঙচুর চালায়। এখানেই শেষ হয়নি গজরাজের লীলা।
এরপর হাতিটি ফসলের ক্ষেত ও একাধিক বাড়িতে হানা দিয়ে নষ্ট করে বেশ কিছু ফসল ও গাছ। আর এই বিপুল ক্ষতির মুখে দাঁড়িয়ে চরম আতঙ্কে গ্রামবাসী।
এমন অবস্থায় বারবার জানিয়েও কোনো সাহায্য মেলেনি বনদপ্তরের তরফে।
গ্রামবাসীর অভিযোগ, বারংবার বৃন্দাবনপুর বিট অফিসারকে জানিয়েও কোন সুরাহা হয়না, মেলেনা কোনো ক্ষতিপূরণ।
যদিও বৃন্দাবনপুরের বিট অফিসার এই প্রসঙ্গে সরকারি ব্যবস্থাকে সামনে এনেছেন।
তিনি বলেন, সমস্ত কাগজপত্র করে ব্লকের কর্মদক্ষ সই স্বাক্ষর নিয়ে আমাদের অফিসে জমা দেওয়ার কাজ সমস্তই করে দিই। তবে এখন এই ফান্ডে টাকা নেই।