অবতক খবর,১৫ ডিসেম্বর: এদিন দুপুর দেড়টা নাগাদ হাবড়া নেতাজি মুর্তি থেকে মিছিল শুরু করে হাবড়া যশোর রোড ধরে হাবড়া পৌরসভায় ডেপুটেশন দিতে এলেন শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক।কংগ্রেসের দাবি,মূলত দীর্ঘদিন ধরে হাবড়া পুরসভার ভোট না থাকার কারণে সাধারণ মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত ।
পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি সহ ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং শহরের প্রধান রাস্তায় দীর্ঘদিনের যানজট ,নিকাশি ব্যবস্থা ইত্যাদি অতিসত্বর সমাধান করতে হবে।বেআইনি পুকুর ভরাট এবং সিন্ডিকেট রাজ অবিলম্বে বন্ধ করা এছাড়াও বিগত বিদায় বোর্ডের কাউন্সিলরদের মেয়াদকালীন সমস্ত অর্থের হিসাব সংশ্লিষ্ট ওয়ার্ডের জনগণের সামনে আনতে হবে এছাড়াও এখনো পর্যন্ত যারা স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় আসেনি তাদেরকে অবিলম্বে কার্ডের আওতায় আনতে হবে এবং বানিপুর টেক্সটাইল হাব তৈরি হচ্ছে তার দ্রুত কাজ সম্পন্ন করা সহ মোট ২০ দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি।
এদিনের ডেপুটেশন কর্মসূচিতে আঁটোসাঁটো পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। হাবড়া শহর কংগ্রেসের নেতৃত্বে একটি দল হাবড়া যশোর রোড ধরে মিছিল করে আসে এদিন দুপুর দুটো নাগাদ পুরসভার সামনে হাজির হয় সেখানে পুলিশের দেওয়া ব্যারিকেড ঠেলে ঢোকার চেষ্টা করে । তবে পুলিশ পরিস্থিতি সামাল দেয় । পরে কংগ্রেসের একটি প্রতিনিধিদল হাবড়া পুরসভার প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় ।