অবতক খবর,৬ জুলাই: হালিশহর বলদেঘাটা অঞ্চলে তৃণমূল এবং বিজেপির যে সংঘর্ষ হয়েছে তাতে এই অঞ্চল অত্যন্ত আলোড়িত হয়েছে।
এইদিন যে ব্যাপক মারপিট এবং ভাঙচুরের ঘটনা ঘটে সেই ঘটনার রিপোর্ট করছিলেন স্বর্ণদ্বীপ ধর, একজন সুপরিচিত সংবাদকর্মী। সেখানে রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে। তার কাছে দুটি মোবাইল ছিল। দুটি মোবাইল ছিনতাই করে নেয়। তাকে তো লাঠি দিয়ে পেটাই করেই এবং তার মাথায় রিভলবার পর্যন্ত ঠেকায়। সে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং তার পকেটে যে টাকা পয়সা ছিল তারও কোন হদিস নেই। তার অনুমান দুর্বৃত্তরা কোনোক্রমে সেই টাকাপয়সা তার পকেট মেরে গায়েব করে দিয়েছে।
অন্যদিকে পরে একটি মোবাইল খুঁজে পাওয়া গেলে আরেকটি মোবাইলের এখনো পর্যন্ত কোনো হদিস নেই। এই যে ঘটনাগুলি পর্যায় ক্রমে ঘটে চলেছে এগুলির জন্য পরিষ্কার দায়ী দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি দলের সংঘর্ষ এবং এর সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা যারা রাজনৈতিক দলের মদতপুষ্ট। না হলে এমন দাঙ্গা-হাঙ্গামা হবে কেন? এবং তার শিকার সাংবাদিকরা কেন হবেন?
সাংবাদিক স্বর্ণদীপ এতটাই আতঙ্কগ্রস্ত যে আপাতত সে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে এবং তার ট্রমা এমন পর্যায়ে চলে গেছে যে সে এখন বাইরে বের হতে ভয় পাচ্ছে।
কারণ এত ব্যাপক দুষ্কৃতী তাকে ঘিরে ধরেছিল যে এইরকম একটা ঘটনার শিকার সে আগে হয়নি, তার জন্য তার এই মানসিক অবস্থা।
অবতক-এর পক্ষ থেকে আমরা এই সাংবাদিক নিগ্রহের ঘটনাকে তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আবেদন রাখছি যে এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক এবং যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এই বিষয়ে স্বর্ণদীপ জানান যে তিনি পুলিশ প্রশাসনের কাছে কোনো অভিযোগ দায়ের করবেন না। কারণ তিনি প্রহৃত, নিগৃহীত হবার সময় পুলিশ হাজির ছিল কিন্তু পুলিশ প্রশাসন তাকে কোনো নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।