অবতক খবর,১৫ ফেব্রুয়ারী :  হালিশহর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মনসাতলায় আক্রান্ত এক সক্রিয় বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি বাড়িতে বয়স্কদের সঙ্গে বসে তাস খেলছিলেন ওই বিজেপি। অভিযোগ, তৃণমূলের ভৈরব বাহিনী সেখানে কার্তিককে ঘিরে ধরে বেধড়ক পেটায়। ঘটনা নিয়ে তাঁর স্ত্রী শিপ্রা কর জানান, বয়স্কদের সঙ্গে বসে তাঁর স্বামী তাস খেলছিল।

শ্মশান বিশ্ব সেখানে গিয়ে স্বামীকে গালিগালাজ করে। পরিস্থিতি খারাপ দেখে স্বামী পালানোর চেষ্টা করে। ইতিমধ্যেই শ্মশান বিশ্ব ফোন করে লোকজন ডাকে। সবাই মিলে স্বামীকে ওরা এলোপাথাড়ি পেটায়। ওখান থেকে কোনওক্রমে পালিয়ে একজনের বাড়িতে ঢুকে খাটের তলায় আশ্রয় নেয় তাঁর স্বামী।খাটের তলা থেকে টেনে বের করে স্বামীকে পেটানো হয়। ভয়ে স্বামী একটা পুকুরে ঝাঁপ দেয়।

তবুও রক্ষা হয়নি। পুকুর থেকে উঠতেই ফের মারধোর করা হয়। বাঁচাতে গিয়ে কার্তিকের নাবালিকা মেয়ে এবং স্ত্রী আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পরিবারের তরফে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হালিশহরের প্রাক্তন উপ-পুরপ্রধান তথা বিজেপি নেতা রাজা দত্তের দাবি, ২০১৯ সালে আক্রান্ত কার্তিক বিজেপিতে যোগ দিয়েছিল।

বিজেপিতে যোগ দেবার পর একাধিকবার ওর ওপর অত্যাচার করা হয়েছে। শুক্রবার রাতে ওকে বেধড়ক পেটানো হয়েছে। কল্যাণী জে এন এম হাসপাতালে কার্তিক চিকিৎসাধীন। তৃণমূল নেতা প্রবীর সরকার জানান, চোরা কার্তিকের রেপুটেশন এলাকার সবাই জানে। ওর স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ ভিত্তিহীন। ঘটনার তদন্তে হালিশহর থানার পুলিশ। যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছেএই ঘটনার সঙ্গে কোনমতেই তৃণমূলের কোনো কর্মী জড়িত নয়।