অবতক খবর,১১ অক্টোবর: হালিশহর ১৩ নং ওয়ার্ডের ২ নং আমবাগান কলোনিতে থাকেন শোভারানি দাস, মৌসুমী দাস,রীনা মন্ডল। বিশেষ করে এই তিনটি পরিবারের কাছে এসেছিলেন তৃণমূল নেতারা।আমফান ঝড়ে তাদের বাড়ি ঘরের বিপর্যস্ত অবস্থা দেখে তার ছবিও তুলে নিয়ে গিয়েছিলেন নেতারা এবং তাদের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে, আম্ফানের জন্য রাজ্য সরকার যে টাকা বরাদ্দ করেছে সেই টাকা তারা পাবেন। উল্লেখ্য, ওই অঞ্চলে এরকম আরো অনেক ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন।

আজ অবতক-এর পক্ষ থেকে সংবাদকর্মীরা অনুসন্ধানে যান। গিয়ে দেখেন যে এই তিনটি পরিবার অত্যন্ত দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। কোন পরিবারে তিনজন, কোন পরিবারে চারজন, কোন পরিবারে সাতজন রয়েছেন। তারা কোনমতে মাথা গুঁজে সেখানে রয়েছেন। তাদের আর্থিক অবস্থাও অত্যন্ত শোচনীয়। ‌জানা গেছে তারা ব্যাংকে গিয়ে খোঁজ নিয়েছেন,দেখেন যে তাদের নামে এখনো পর্যন্ত কোন টাকা জমা পড়েনি।

‌ পরবর্তীতে তারা জানান আমফানের বিপর্যস্ত যে তালিকা সেই তালিকায়ও তাদের নাম নেই। এদিকে তৃণমূল নেতারা ভরসা দিচ্ছেন যে তালিকায় তাদের নাম রয়েছে। কিন্তু বিপর্যস্ত পরিবারগুলি বুঝতেই পারছেন না যে তাদের নাম কোথায় আছে, কিভাবে আছে, তারা কবে টাকা পাবেন? এই ব্যাপারে তৃণমূল নেতারাও কোন সদুত্তর দিচ্ছেন না।

তারা এখন অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। তারা এখন কার কাছে যাবেন,কার কাছে গেলে সুরাহা হবে তারা বুঝতে পারছেন না।