অবতক খবর,১৯ আগস্ট: পৌর প্রশাসক রাজু সাহানি প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর কথা দিয়েছিলেন যে, হালিশহর অঞ্চলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। এই দৃষ্টিভঙ্গিকে হালিশহরের জনসাধারণ সাধুবাদ জানিয়েছিলেন।
আজ জানা গেছে, হালিশহর সাফসুতরো রাখার জন্য চারটি হাইড্রলিক টোটো এসেছে। এরা ওয়ার্ড ওয়ার্ড থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে সেই টোটো মারফত আবর্জনার স্তূপে বা ভাগাড়ে নিয়ে যাবে এবং বর্জ্যগুলোকে সেই জায়গায় ফেলবে। অর্থাৎ হালিশহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এটি এই অঞ্চলে এক নতুন উদ্যোগ।