অবতক খবর,২৮ জুন: করোনায় জর্জরিত গোটা বিশ্ব। প্রায় তিন মাস থমকে ছিল জনজীবন। কিন্তু মানুষ এখন ভয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। ঠিক সেই রকমই করোনা আবহে হালিশহর পৌরসভার সমস্ত কাজকর্ম বন্ধ ছিল। কিন্তু সবকিছু কাটিয়ে আবারো ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে পৌরসভা। এ বিষয়ে হালিশহর পৌরসভার পৌর প্রশাসক অংশুমান রায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, হালিশহরের উন্নয়নের যে সমস্ত কাজ গুলি বন্ধ ছিল সেগুলি জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে। যে সকল কাজ গুলি বন্ধ রয়েছে তার একটি তালিকাও দিয়েছেন তিনি আমাদের। যেমন-
১.প্রসাদনগর সেন্ট্রাল রোড- প্রায় দেড় কিলোমিটার রাস্তা,
২.জামিনদার রোড- প্রায় হাফ কিলোমিটার রাস্তা,
৩.দত্তপাড়া-বাগদিপাড়া- বাজারপাড়া মেইনরোড, প্রায় আড়াই কিলোমিটার রাস্তা,
৪.আচার্য্যপাড়া মেইন রোড-প্রায় এক কিলোমিটার রাস্তা,
৫.সাহাপাড়া রোড,
৬.সুরিপাড়া রোড,
৭.প্রসাদনগর হাইস্কুলের কাছে পি.কে. দাস পথ,
৮.কাসারিপাড়ার কাছে সিদ্ধেশ্বর ব্যানার্জী রোড,
৯.চৌধুরীপাড়া রোড,
১০.বীজপুর ওয়ার্কশপ রোড,
১১.শিবেরগলি মেইন রোড,
১২.সরকারপাড়া স্ট্রিট।
এই সবগুলোই পিচের রাস্তা।
এছাড়া হালিশহরের বিভিন্ন ওয়ার্ডে ৪০-৫০ টি ঢালাই রাস্তা হবে।
বিভিন্ন ওয়ার্ডে প্রায় ২০-২৫ কিলোমিটার ড্রেন শুরু হবে জুলাই মাসেই। লকডাউনের জন্য যেগুলো বন্ধ ছিল।
হালিশহরে জলের সমস্যা মেটানোর জন্য তিনটি ডিপ টিউবওয়েল তৈরির কাজ শুরু হবে এই মাসেই।
অংশুমান রায় বলেন, যত দ্রুত সম্ভব এই সহজ কাজগুলি কন্ট্রাক্টরদের দিয়ে করিয়ে নেওয়া হবে। হালিশহর যাতে পুরনো রূপে ফিরে আসে, মানুষের যাতে কোন অসুবিধা না হয়, সেই কারণে যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।