অবতক,১১ জুলাই: হালিশহরে বেশ কিছুদিন আগে যে গন্ডগোলের সৃষ্টি হয়েছিল অর্থাৎ দুই দলের সংঘর্ষের জেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল পার্টি অফিস। সূত্রের খবর,সেই ঘটনার জন্য আজ আটক করা হয়েছে হালিশহরের বিজেপি নেতা রাজা দত্তকে। তবে সূত্রের খবর, যেদিন এই গন্ডগোল হয় সেদিন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং রাজা দত্তর বাড়িতে এসেছিলেন এবং তার বাড়িতে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পর সৃষ্টি হয় দুই দলের মধ্যে সংঘর্ষ। ভাঙচুর করা হয় পার্টি অফিস এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। যার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী। এই ঘটনার পর তৃণমূল দলের পক্ষ থেকে বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই দেবাশীষ দত্ত(রাজা)কে আটক করেছে পুলিশ। জানা গেছে,আজ তাকে রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন অঞ্চল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।