হক জাফর ইমাম :: অবতক খবর :: ২৮ নভেম্বর :: মালদহ :: মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আউটডোরে কর্মরত চিকিৎসকরা ঔষধ লিখলে সেই ওষুধ মিলছে না হাসপাতলে। ফলে একদিকে রোগীরা যেমন হয়রানির শিকার হচ্ছে, তেমনি বাইরে থেকে অর্থ খরচ করে সেই ওষুধ কিনতে হচ্ছে রোগীর পরিবারদের। ঘটনায় রোগী ও তাদের পরিজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
বুধবার মালদা গাজোল থেকে আউটডোরে চিকিৎসককে দেখাতে এসেছিলেন সুব্রত সরকার। মেডিসিন বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসক তাকে একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, একটি প্যারাসিটামল ও একটি প্যানটোপ্রাজল ওষুধের লেখে। সেই ওষুধের স্লিপ নিয়ে খাতায় এন্ট্রি করাতে লাইন দিতে হয়েছিল দোতালায়। এন্ট্রি করানোর পর এর ওষুধ নিতে লাইন দিতে হয় হাসপাতালের আউটডোর এর নিচ তলায় থাকা ওষুধের কাউন্টারে। শেষ পর্যন্ত যখন ওষুধ নিতে যায় তখন তাকে শুধু প্যানটোপ্রাজল দেওয়া হয়, বাকি দুটি ওষুধ নেই বলে জানানো হয়।
অভিযোগ, হাসপাতালে সরকারের বিনে পয়সায় ওষুধ দেওয়ার কথা। কিন্তু স্টকে ওষুধ নেই ফলে ওষুধ পাওয়া যাচ্ছে না। অথচ ডাক্তাররা প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিচ্ছেন। এই সমস্যা দ্রুত মেটানো উচিত বলে জানিয়েছেন।