অবতক খবর,২৬ ফেব্রুয়ারী,ডায়মন্ড হারবার,দক্ষিণ ২৪ পরগনা: হাসপাতালের সি সি ইউ(ক্রিটিকাল কেয়ার ইউনিট) এ ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের এক সাফাই কর্মী। ধৃত সাফাই কর্মী বিনোদ পন্ডিত।
জানাযায়, গত শনিবার সন্ধ্যায় নেতড়ার এক বাসীন্দা তার অসুস্থ মেয়েকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিট বা সি সি ইউ তে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ সি সি ইউ এর মধ্যেই রাতে ওই নবম শ্রেণীর ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। পরে সোমবার পরিবারের লোকজন ছাত্রীর কাছে গেলে ওই নির্যাতিত ছাত্রী তার মাকে সমস্ত ঘটনা জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানান নির্যাতিত ছাত্রীর পরিবার ।অভিযোগ পেয়ে পুলিশ ডায়মন্ড হারবার পুরসভার রায়নগরের বাসীন্দা বিনোদ পন্ডিত নামের হাসপাতালের এক চুক্তিভিত্তিক সাফাইকর্মীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।