কবে সেদিন আসবে? কবে শাসক বলবে, তুমিই গড়েছ রাষ্ট্র, রাষ্ট্র তোমার।আমি তোমার, তুমি আমার!

হিম্মৎ সে বোলো
তমাল সাহা

শাসকের হিম্মৎ নেই—
বলে,
আমিই আল্লা,আমিই রাম।
আমিই তোমাদের দায়িত্ব নিলাম।

শাসকের হিম্মৎ নেই—
বলে,
মন্দির মসজিদ ছাড়ো!
ওসব বিভেদ আনে।
ধর্ম কি শাসকের চেয়েও বড়ো?
অলস মাথা শয়তানের কারখানা
কাজ দিচ্ছি,কাজ করো।

শাসকের হিম্মৎ নেই—
বলে,
এন আর সি-র কি দরকার?
আমিই তো প্রজাপালক,
আমিই তো সরকার!

শাসক যখন বলছে না
তুমিই হিম্মৎ সে বলো—
তানাশাহী নেহি চলেগা
ভাগ্ হিয়াসে, দূর চলো!