অবতক খবর,১৫ নভেম্বর,বাঁকুড়াঃ- হীমঘরে জমা রাখা চাষীদের বীজ আলু বেআইনীভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো হীমঘর মালিকদের বিরুদ্ধে। বাঁকুড়ার কোতুলপুরের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট চাষীরা সোমবার সকাল থেকে ঐ হীমঘরের সামনে কোতুলপুর আরামবাগ ভায়া জয়রামবাটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সূত্রের খবর, কোতুলপুরের চণ্ডীচরণ কোল্ডস্টোরেজে ঐ এলাকার কয়েক হাজার চাষী আলুবীজ সংরক্ষণ করে রেখেছিলেন। এদিন সকালে তারা জানতে পারেন হীমঘর মালিক ঐ আলু সম্পূর্ণ বেআইনীভাবে বিক্রি করে চম্পট দিয়েছেন। এই অবস্থায় দিশেহারা আলুচাষীরা ঐ আলু বীজ ফেরৎ এর দাবিতে বন্ড পেপার হাতে নিয়ে বিক্ষোভ দেখান কৃষকরা অবরোধ করা হয় কোতুলপুর আরামবাগ ভায়া জয়রামবাটি পথ । এরপর বাধ্য হয়ে ঘটনাস্থলে আসে স্টোর মালিক , তারপরেই স্টোর মালিক কে ঘিরে চলে তুমুল বিক্ষোভ । ঘটনাস্থলে রয়েছে কোতুলপুর থানার পুলিশ ।
সমগ্র ঘটনার বিষয়ে স্টোর মালিকের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি ।