নিজস্ব সংবাদদাতা :: অবতক :: ১৯শে,নভেম্বর :: চুঁচুড়া : খবর :: : আজ হুগলির জেলা শাসকের কাছে ডেপুটেশনা দেন জেলার অঙ্গনওয়াড়ি কর্মীরা । তারা আজ ১৯ দফা দাবি সম্বলিত একটি দাবিপত্র ডেপুটেশনের মাধ্যমে জেলাশাসকের হাতে তুলে দেন । এই দাবির মধ্যে মূল দাবি ছিলো অন্য রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা যেখানে মাসিক চোদ্দ হাজার টাকা বেতন পান সেখানে এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা পান মাত্র সাত হাজার দুশ টাকা ।
তাদের অন্য রাজ্যের থেকে ভিজিট বেশি করতে হয় । তাঁরা চাচ্ছেন তাদের কোনো এনজিও’র মাধ্যমে না পাঠিয়ে সরাসরি সকারী তত্ত্বাবধানে কাজ করানো হোক । তাঁদের বক্তব্য যদি এই দাবিপত্র মেনে নেওয়া নাহয় তাহলে তাঁরা আগামী দিনে আরও বড়ো আন্দোলনের পথে যাবেন ।