অবতক খবর, হুগলীঃ বাংলা ও জাতীয় জীবনে ২৫ শে বৈশাখ, ২৩ শে জানুয়ারি এই সব স্মরনীয় দিনগুলির মতো ২১ শে ফেব্রুয়ারি ও এক স্মরণীয় দিন।  দিনটি রক্তে রাঙা দিন।

মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনের দিন — ভাষা শহীদের দিন। বুকের রক্ত দিয়ে তরতাজা কয়েকজন যুবক রফিক,জব্বার,বরকত, সালাম, সফিউর বাংলা ভাষাকে বিশেষ মর্যাদা প্রতিষ্ঠিত করে প্রমাণ করেছে বাংলা ভাষাকেই নয়, তাদের আন্দোলন, তাঁদের বুকের রক্ত বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে বাঙলা ও বাঙালীকে।