অবতক খবর,২২ অক্টোবর: গতকাল মুর্শিদাবাদ জেলার বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয় সম্মেলনিতে বিতর্কিত মন্তব্য করেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির, হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে এবার সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। এদিনের সাংবাদিক বৈঠকে জয়ন্ত দাস হুমায়ুন কবিরের মন্তব্যের প্রতিবাদ করে জানান আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বহরমপুর পৌরসভায় 28 টি ওয়ার্ডে তে 28 টি ওয়ার্ড যদি না জিততে পারে তাহলে ব্যাপক সমস্যায় পড়বে সাধারণ মানুষ এই কথার যুক্তি যৌথ নেই কারণ মানুষ সরকার চালায় সরকার মানুষ চালায় না এছাড়াও তীব্র ভৎসনা করেন হুমায়ুন কোভিদ এই মন্তব্যের জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস।
বিজেপির জেলা সভাপতি বিধায়ক গৌরীশংকর ঘোষ জানালেন বিভিন্ন দিক থেকে টাকা চুরি করে অট্টালিকা বানাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা তৃণমূলের চাইছে পঞ্চায়েত ভোটের মত বম পিস্তল নিয়ে বহরমপুরের মানুষকে ভয় দেখাতে চাইছে পাঁচটি পৌরসভাতে দক্ষিণ মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস পিছিয়ে সেখানে বিজেপির লীড করেছে বহরমপুরের যানজট সমস্যা দীর্ঘদিনের কংগ্রেস পৌরসভার ছিল তৃণমূল পৌরসভাতে একই আছে কংগ্রেস ভাগাড় তৈরি করেছে এবং তৃণমূল কংগ্রেস ভাগাড়ের পাহাড় তৈরি করেছে কংগ্রেস আমলের টাকা চুরি হয়েছে তৃণমূলের আমলেও টাকা চুরি হচ্ছে কি করতে মানুষ তৃণমূলকে ভোট দেবে বিজয় সম্মেলনে যে তৃণমূল কংগ্রেস করছে সেগুলো জনগণের টাকায় তারা ফুর্তি মারছে।
বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জির বিজয় মিছিল ও বহরমপুর সুইমিং ক্লাবে সেখান থেকেই বিজয় সম্মেলনে একটি রাজনৈতিক কর্মশালা পরিণত হয়েছে এবং যেভাবে বিধায়ক হুমায়ুন কোবির থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব বহরমপুরের মানুষকে ভয় দেখিয়ে পৌরসভা দখল করতে চাইছে পরিপেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠে এলো নানা মন্তব্য।