অবতক খবর,৩ ফেব্রুয়ারী :  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের। বয়স হয়েছিল ৭২। ২০১১ সালে তিনি প্রথম বিধায়ক হন। পরে বাম-কংগ্রেস জোটের কাছে হারলেও ২০২১ সালে ফের বিপুল ভোটে জয়ী হন। নাসিরউদ্দিন বাবু তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদও সামলেছেন।

পরিবার সূত্রের খবর, শনিবার রাত প্রায় ১১:৫০টা নাগাদ হঠাৎ তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পলাশী মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বর্তমানে তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে শুরু করে নদীয়ার সমস্ত বিধায়করা। তবে খবর পেয়েই নদীয়ার কালীগঞ্জের বাসভবনে একে একে এসে উপস্থিত হয়েছেন জেলার সমস্ত তৃণমূল নেতৃত্ব। লাল সাহেবের মৃত্যুতে নদীয়ার কালিগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক অনেক ক্ষতি বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।