অবতক খবর , জলপাইগুড়ি : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন, জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ তথা শিক্ষারত্ন ডঃ আব্দুর রেজ্জাক। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন আব্দুর রেজ্জাক। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷
আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ আব্দুর রেজ্জাকের আকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা মহলে৷ দীর্ঘ দিন থেকে তিনি জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ পদ সামলেছেন৷ প্রথমে জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন তিনি। তারপর সেখান থেকে মেখলিগঞ্জ কলেজের অধ্যক্ষ হন। এরপর জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ হয়ে কাজ করেন তিনি। জলপাইগুড়ি শহর সংলগ্ন বজরাপাড়াতে বসবাস করতেন প্রয়াত অধ্যক্ষ আব্দুর রেজ্জাক।
সুবক্তা ও বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে রেজ্জাক সাহেবের সুনাম বরাবরই ছিল। অধ্যাপনার পাশাপাশি রাজ্যের শাসক দলের সাথেও জড়িত ছিলেন আব্দুর রেজ্জাক। রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন সন্মান জানানো হয়েছিল তাকে। আব্দুর রেজ্জাকের মৃত্যুর পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা। ছুটে আসেন জেলা তৃনমুল নেতৃত্বরাও। প্রিয় স্যারের মৃত দেহ আনা হয় জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়। আব্দুর রেজ্জাককে শেষ শ্রদ্ধা জানান আনন্দচন্দ্র কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মীরা।