অবতক খবর :: শিলিগুড়ি :: এবারে হোম ডেলিভারি বয়দের জন্য হাতে গ্লাভস পড়া নির্দিষ্ট করে দিলো শিলিগুড়ি পুলিশ। এসিপি ডিডি রাজেন ছেত্রীর নেতৃত্বে আজ শিলিগুড়ি পায়েল সিনেমা হলের কাছে হোম ডেলিভারি বয়দের জিঞ্জাসা করা হয়। তাদের বলা হয় ডেলিভারি করবার সময় হাতে গ্লাভস পড়ে থাকতে হবে।
এদিন হাতে গ্লাভস না থাকার কারনে অনেক ডেলিভারি বয়দের ফিরিয়ে দেওয়া হয়। তাদের বলা হয় এখন থেকে যদি সাবধানতা অবলম্বন না করা হয় তবে ভবিষ্যতে কাউকেই খাবার ডেলিভারি করতে দেওয়া হবে না। এদিন শিলিগুড়ির সব জায়গাতে ডেলিভারি বয়দের আটক করে পুলিশ। প্রত্যেক ডেলিভারি বয়দের একই নির্দেশ দেওয়া হয়।