অবতক খবর,৫ জুলাইঃ এবার লক্ষ্য হ্যাট্রিক। তারই পরীক্ষায় প্রমোদ গুনছেন ব্যারাকপুর ব্লক-১ এর কাউগাছি-১ পঞ্চায়েতের ৭৪ নম্বর পার্টের তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা দাস। হেঁসেলের গিন্নি হয়ে ২০১৩ সালে প্রথমবার ৭৪ নম্বর পার্ট থেকে ভোটে দাঁড়িয়েই তিনি বাজিমাত করেছিলেন। ২০১৮ সালে তিনি ৪৮ নম্বর পার্টের প্রার্থী হয়েছিলেন।
লড়াকু ইমেজের শর্মিষ্ঠা পরপর দুবার ভোটে জিতে রাজনীতিতে পোক্ত হয়ে উঠেছেন। এবারে শক্ত লড়াই তাঁর পার্টে। বিরোধীরা তলে তলে জোট পাকিয়েছে শাসকদলকে টেক্কা দিতে। যদিও শর্মিষ্ঠার ভরসা কিন্তু উন্নয়ন। তৃণমূল ক্ষমতায় আসার পর তাঁর ৭৪ নম্বর পার্টের ভাদুরীর বস্তির রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের সমস্যা দূর করা হয়েছে। এবার বস্তি বাসী দাবি তুলেছে পাট্টার। প্রচারে বেরিয়ে সেই পাট্টা পাইয়ে দেবারও আশ্বাস দিচ্ছেন তৃণমূল প্রার্থী।
অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ে জনমুখী প্রকল্পের সুবিধা প্রচারে তুলে ধরছেন ৭৫ নম্বর পার্টের তৃণমূল প্রার্থী শিবু সরকার। তিনি বলছেন, মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পের সুবিধা তো নিচ্ছেন বিরোধীরা। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গেই বিরোধীদের থাকার আবেদন করছেন শিবু সরকার।