অবতক খবর,১১ জুলাইঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ ডিভিশন বিদ্যুৎ দপ্তরে সামনে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ জেলা বিজেপির সভাপতি রাম পদ দাসের উপস্থিতিতে ১৪ দফা দাবিতে হ্যারিকেন ও ইন্ডাকশন কুকার নিয়ে ডেপুটেশন দেওয়া হয় । বিদ্যুৎ বিল কমানো , মাসে মাসে বিদ্যুৎ বিল নেওয়া,কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব সহ ১৪ দফা দাবি ছিল।
এই বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন মাননীয়ার কাছে বিদ্যুৎ বিল কমানোর দাবি জানাচ্ছি আমরা । ভোটের আগে বনগাঁর সাধারণ মানুষকে ইন্ডাকশন কুকার দেওয়া হলো ভোটের স্বার্থে । আমার প্রশ্ন বিদ্যুৎ বিল কি মাননীয়া দেবেন । আমাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।
এই বিষয় বনগাঁ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দেবনাথ বলেন বিজেপি গ্যাসের দাম ও মূল্য বৃদ্ধি চাপা দিতে বিদ্যুতের দামী আন্দোলন করছে । সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে তাদের লড়াই নেই তারা এখন ধর্ম নিয়ে লড়াই করে ।