নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২২শে নভেম্বর :: কলকাতা :: গোপন সূত্র মারফত খবর এসেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দপ্তরে,বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের হাতবদল হবে কলকাতায়। ২০ নভেম্বর, দুপুর ১টা নাগাদ এসটিএফের অ্যান্টি-এফআইসিএন (Anti- Fake Indian Currency Note) টিম পৌঁছে গিয়েছিল হেস্টিংস থানার অন্তর্গত বেকারি রোডে। সাদা পোশাকেই নজর রাখছিলেন তদন্তকারী অফিসারেরা।
বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দুপুর ১.৫০ নাগাদ দেখা মেলে দু’জনের। কাঁধে ব্যাগ। অ্যান্টি-এফআইসিএন টিমের অফিসারেরা প্রস্তুত-ই ছিলেন, সোর্স শনাক্ত করতেই চারপাশ থেকে ঘিরে ফেলা হয় দু’জনকে। পালানোর সামান্য সুযোগও কেউ পায়নি।
তল্লাশিতে দু’জনের জিম্মা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অ্যাম্ফেটামাইন গোত্রের নিষিদ্ধ মাদক। বাজারচলতি নাম ‘ইয়াবা’। প্রায় ১ লক্ষ ‘ইয়াবা’ ট্যাবলেট, মোট ওজন ১০ কেজি ৭৬০ গ্রাম। চোরাই মার্কেটে দর কমপক্ষে ২ কোটি টাকা।
টিংকু শেখ এবং শেখ জামাল হোসেন, দু’জনেই মুর্শিদাবাদের বাসিন্দা। কুখ্যাত মাদক পাচারকারী হিসেবে ‘সুনাম’ অর্জন করেছে আগেই। কলকাতাতেও মাদক পাচারের ব্যবসা ফেঁদে বসেছিল দু’জনে। দেশি খদ্দেরের পাশাপাশি ভিনদেশি খদ্দেরও জুটেছিল কয়েকজন। বেশ কিছুদিন ধরেই খোঁজ চলছিল দু’জনের। এবারে এক ঢিলে দুই পাখি।