অবতক খবর,মালদা,৩ এপ্রিলঃ ১০১ কেজি লাড্ডু নিবেদন করে পালিত হলো মালদায় হনুমান জয়ন্তী উৎসব। মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকার মহাবীরের বিশাল মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে হনুমান জয়ন্তী উৎসব। রবিবার থেকে হনুমান জয়ন্তী উৎসব শুরু হলেও সোমবার ছিল যাগ-যজ্ঞের আয়োজন। এদিনও সকালে বজরংবলী রূপে সাজিয়ে এবং ভক্তদের নিয়ে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় । অনেক মহিলা ভক্তেরা মাথায় কলসি নিয়ে শোভাযাত্রায় সামিল হন। গোটা মালদা শহর এই শোভাযাত্রা পরিক্রমা করে।
মহাবীর মন্দিরের হনুমান জয়ন্তী উৎসব কমিটির সেবাইত প্রভূজিত মিশ্রা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছরও ১০১ কেজি ওজনের লাড্ডু মহাপ্রসাদ হিসেবে হনুমানজিকে ভোগ নিবেদন করা হয়। বজরংবলীর পুজো এবং মহাবীর উৎসব উপলক্ষে দক্ষিণ বালুচরের মন্দির প্রাঙ্গনে এদিন কয়েক হাজার ভক্তদের উপস্থিতিতে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রসাদ বিলি এবং হনুমান জয়ন্তী পাঠ পড়ে শোনানো হবে ভক্তদের। শুধু মালদা জেলা নয়, বিভিন্ন রাজ্য থেকেও মহাবীর হনুমান জয়ন্তী উৎসবে মালদায় শামিল হন ভক্তেরা। সারম্বরে এই উৎসব পালিত হয়ে আসছে মালদা দক্ষিণ বালুচর এলাকার মন্দির প্রাঙ্গনে।