অবতক খবর,২৯ জুন: পানীয় জলের সমস্যা ছিল বহুদিনের সেই সমস্যা ভোটের আগে সমাধান করেছিলেন তৎকালীন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তা আজও হয়নি সম্পূর্ণ। ১২ লক্ষ টাকা ব্যয় নির্মিত প্রকল্পের কাজ ভোটের তিন মাস আগে শুরু হলেও আজও অসম্পূর্ণ।

পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি স্বাধীনতার পর থেকেই গ্রামে পানীয় জলের সংকট আর সেই সংকট নিরশনে তৎকালীন সাংসদ এই ব্যবস্থাপনা উদ্যোগ নিলেও তা সম্পূর্ণ না হওয়ায় ব্যাপক সমস্যা শিকার হয়ে দিন কাটাতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের।

যদিও এ ঘটনায় স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি নির্বাচনের কারণে ঠিকাদার সংস্থা কিছুদিন কাজ বন্ধ রেখেছিল তবে অসম্পূর্ণ হওয়া কাজ অতি দ্রুত সম্পূর্ণ হবে যদিও কংগ্রেসের বর্তমানে পরাজয় ও এই ঘটনা নিয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় শাসক দলের নেতৃত্ব।