অবতক খবর,২ অক্টোবর: অবিভক্ত বাংলার সার্জেন বাবু রাধাকৃষ্ণ সেন ১৮৯৬ খ্রিস্টাব্দে তার বাল্যবিবাহ কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতে বহরমপুরের খাগড়া এলাকায় এই দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। তখন থেকে আজ পর্যন্ত দেবী দুর্গার পুজোর প্রচলন রয়েছে এই বাড়িতে। আজও প্রাচীন ঐতিহ্য রীতি নীতি মেনে মহালয়ার দিন দেবীর চক্ষুদান করা হয়।

সেন বাড়ির সদস্য সুবীর সেন জানান ১৮৯৬ খ্রিস্টাব্দে রাধারমন সেন যেই শাল কাঠের পাটার উপরে দুর্গাপুজো করেছিল সেই পাঠাতে দুর্গাপুজো আজও হয়ে আসছে। ওই পরিবারের আরো এক সদস্যুলেখা সেন জানান প্রাচীনকালের ঐতিহ্যম্যানে দেবীকে কোনরকম অন্য ভোগ নিবেদন করা হয় না দেবীকে লুচি নিবেদন করা হয় এবং নবমীর দিন টকশাক নিবেদনের বিশেষ নীতি রয়েছে এই পরিবারে।

পুজোর চার দিন আনন্দ সহিত পুজোর ব্যস্ততার মধ্য দিয়ে কাটান এই পরিবারের সদস্যরা, পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে আত্মীয়-স্বজনদেরও আশার রেওয়াজ রয়েছে এই বাড়িতে। রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে পুজোর সূচনা এবং দশমীতে নিরঞ্জনের মাধ্যমে আবারো বছর গলেন এই বাড়ির সদস্যরা।