অবতক খবর,১৩ আগস্ট: আশা কর্মীদের স্থায়ীকরণ সহ ১৪ দফা দাবিতে আজ দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন জমা দিল দক্ষিণ দিনাজপুর জেলার আশা কর্মী ইউনিয়ন।
এদিন জেলার শতাধিক আশা কর্মী এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জানা গেছে, এই ১৪দফা দাবিতে আশা কর্মীরা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তবুও তাদের এই দাবিগুলো পূরণ না হওয়ায় তাই তারা আজ আবার স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন জমা দিলেন।
আশা কর্মীরা জানিয়েছেন যে, তাদের দাবি আগামী দিনে পূরণ না হলে তারা লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন।