অবতক খবর , অভিষেক দাস , হবিবপুর:- ভারতীয় জাওয়ানরা শুধু দেশের জন্য বডারে দায়িত্ব নিয়ে দিনরাত এক করে বডারে পরে থাকে কিন্তু তারিই মাঝে নিজেদের দায়িত্ব মধ্যে রেখেছেন বডার এলকার মানুষকে সুস্থ রাখতে মেডিকেল কাম্প করে সহযোগিতা হাত বারিয়ে দিয়েছেন।

মালদহের হবিবপুর থানার অন্তর্গত ১৫৯ ব্যাটালিয়ান পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর বিএসএফ এর পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে এক হরিশ্চন্দ্রপুর এলাকায় বিএসএফের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প করা হয় ওই বিএসএফ ক্যাম্পে ব্যবস্থা করা হয়।

আগ্রা হরিশ্চন্দ্র পুর সহ বিভিন্ন জায়গায় থেকে সাধারণ মানুষের এর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা করাতে আসেন। জানাযায় প্রতি বছর দুই থেকে তিন বার আগ্রা হরিশ্চন্দ্রপুর বিএসএফ ক্যাম্পে ১৫৯ ব্যাটালিয়ন এর পক্ষ থেকে ওই এলাকার জনসাধারণের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির খোলা হয়।

এদিন ও স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন শরীরে পরিক্ষা ব্যবস্থা করা হয় এছারাও শরীরে বিষেশ কিছু অসুবিধে ধরা পড়লে বিএসএফের তরফে হসপিটালের পৌছানো ব্যবস্থা রাখা হয়।

বিএসএফের নিজেদে চিকিৎসক তারা চিকিৎসা পর ঔষধ পত্র নিজেরাই দিয়েছিলেন। এদিন উপস্থিত ছিলেন-শ্রী প্রমোদ কুমার ঝা ডিসিটি ১৫৯ ব্যাটালিয়ান বিএসএফ, ডা:ফিরোজ আহমেদ খান ডিসি এস এম ও, ইএসআই /পিইজ- দীপঙ্কর মজুমদার, রবিন্দ্র সিং সহ অন্যান্যরা।