অবতক খবর ,সম্পা ভট্টাচার্য , জলপাইগুড়ি :- ২০ শতাংশ বোনাসের দাবিতে কাজ বন্ধ করে রাস্তার পাশে বসে পড়লো মালবাজার মহকুমার সাইলি চা বাগানের মহিলা শ্রমিকরা। বুধবার সকাল থেকে চা বাগানের গেটের সামনে আন্দোলন করার পর, শ্রমিকেরা মালবাজার বিডিও অফিস ঘেরাও করতে যাচ্ছিলো। কিন্তু সাইলি বাজারের সামনে পুলিশ শ্রমিকদের আটকে দেয়। আর এতেই শ্রমিকেরা রাস্তার পাশে বসে বিক্ষোভ দেখান। পাশাপাশি এদিন ডামডিম বাজারের ৩১ নাম্বার জাতীয় সড়কের পাশেও ২০ শতাংশ বোনাসের দাবিতে বসে পরে ওই চা বাগানের শ্রমিকেরা।মহিলা শ্রমিকদের দাবি সব চা বাগানে ২০ শতাংশ বোনাস দিচ্ছে কিন্তু আমাদের এই সাইলি চাবাগানে সাড়ে ১৫ শতাংশ হারে বোনাস দিচ্ছে। আমরা সাড়ে ১৫ ℅ বোনাস মানব না। এছারা বাগান থেকে আমরা কিছুই পাইনা।

এব্যাপারে মাল ব্লকের তৃনমুল মজদুর ইউনিয়নের প্রেসিডেন্ট অর্জুন ছেত্রী বলেন, ১৮ তারিখ থেকে শ্রমিকেরা তাদের ২০% বোনাসের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু মালিক পক্ষ কোন কথাই শুনছে না। তাই বুধবার বাগানের কাজ বন্ধ করে এদিন বিডিও অফিস ঘেরাও করতে বের হয়। তবে প্রশাসন , শ্রমিকদের আটকে দেয়।

শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু শ্রমিকেররা রাস্তার পাশে বসে পরে। তবে শ্রমিকদের এই আন্দলনের কারন আছে। কারন চা বাগানের যে সব সুযোগ সুবিধা শ্রমিকদের প্রাপ্য তা কিছুই পায় না শ্রমিকেরা। তাই তারা এদিন রাস্তায় চলে আসে। তবে পুলিশ প্রশাসন শ্রমিকদের কয়েকজন কে বিডিও অফিসে পাঠিয়েছে। যাতে আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যায়।