অবতক খবর ,সংবাদদাতা :: গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন যা এই পর্যন্ত সর্বাধিক রেকর্ড। এর আগে একদিনে সর্বাধিক করোনা রুগী পাওয়া গেছিলো গত রবিবারে। সেদিন রুগী সংখ্যা ২০৮ যান ছিল কিন্তু এখন দ্বিগুন হতে চলেছে। বর্তমানে আচমকা বৃদ্ধির পরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫০১ জন ।
সর্বাধিক করোনা রুগী পাওয়ার আর একটি মূল কারণ হলো টেস্ট। অর্থাৎ আজ সবচে বেশি টেস্ট করা হয়েছে আজ মোট ৯৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। সবচে বেশি করোনা রুগী কে শনাক্ত করা গেছে।
এই পর্যন্ত রাজ্যে মোট টেস্টে হোয়েছে ২ লক্ষ ৩ হাজার, ৭৫১। জনসংখ্যা অনুযায়ী প্রতি ১০ লক্ষ মানুষে টেস্ট হয়েছে ২২৬৪ জনের। এই সংখ্যাটা বেশ সন্তোষজনক বলেই মনে করছেন অনেকে। রাজ্যে মোট ৪০টি ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে করোনার। ৬৯টি হাসপাতালে চলছে চিকিৎসা। এছাড়া ৯২০টি আইসিইউ বেড রয়েছে, ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্যের মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে যেখানে আছেন ১৬ হাজার ৮১৮ জন। এছাড়াও হোম কোয়ারেন্টাইনে আছেন ১ লক্ষ ৩৫ হাজার ৫৩০ জন।