অবতক খবর,২৫ মার্চ: তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গত ২৫ দিন ধরে চলছে আন্দোলন। এই তিন দফা দাবিদাওয়ার মধ্যে যেমন রয়েছে হস্টেল খোলার দাবি। ঠিক তেমনই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পিছনোর দাবি। এছাড়াও রয়েছে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি। এই সকল দাবিদাওয়াকে ঘিরে আজ নতুন করে উত্তপ্ত হতে দেখা গেল বিশ্বভারতী চত্বরকে।বিশ্বভারতীর অচলাবস্থা কাটাতে অবশেষে সুর নরম করে উদ্যোগী হল কর্তৃপক্ষ।
আজ, বৃহস্পতিবার ১০সদস্যকে নিয়ে গড়া কমিটির সঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের ১০ প্রতিনিধিকে নিয়ে আলোচনায় বসলো কর্তৃপক্ষ। শান্তিনিকেতনের কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে ওই বৈঠকে উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ২৮ফেব্রুয়ারি থেকে ২৫দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতীর ক্যাম্পাস। দু’পক্ষই অনড় মনোভাব ধরে রাখার কারণে দীর্ঘদিন অচলাবস্থা অব্যাহত ছিল বিশ্বভারতীর ক্যাম্পাসে। ফলে শিকেয় উঠেছিল পঠনপাঠন ও প্রশাসনিক কাজকর্ম।
এমনকী, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি পরীক্ষার্থীরা। বাধ্য হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী। বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানোও হয়। ফলে অনিশ্চয়তার মুখে পড়েন পরীক্ষার্থীরা। অবশেষে অচলাবস্থা কাটাতে উদ্যোগী হল বিশ্বভারতী কর্তৃপক্ষ।দীর্ঘ ২৫দিন লড়াই করার পর আমরা জয়ী হলাম। হোস্টেল দেওয়া শুরু হয়েছে আর প্রথম সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হচ্ছে।
দুই সপ্তাহ পরে নোটিশ দিয়ে জানাবে বিশ্বভারতী। দীর্ঘ ৮ ঘণ্টার ও বেশী সময় ধরে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করার জন্য বিশ্বভারতীর তরফে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে রয়েছেন আটটি ভবনের অধ্যক্ষ সহ বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও ডিন। যার সভাপতিত্ব করেন শিক্ষাভবনের অধ্যক্ষ তারাপ্রসাদ চট্টোপাধ্যায়। তবে পড়ুয়াদের পক্ষে থেকে ৭ জন উপস্থিত ছিলেন। নোটিশ মিলতেই আবির খেলায় মেতে ওঠে পড়ুয়ারা।