অবতক খবর,১৫ জুন: ২৬৯ জন প্রাইমারি শিক্ষক বাতিল করেছে আদালত, এদের মধ্যে নদীয়ার ১১জন।

কল্যাণী বিধানসভার ঐশ্বরিয়া গিরি নামে এক শিক্ষিকা রয়েছেন, যার বাড়ি কল্যাণী এ/৯/৮৫ এবং বিবাহ সূত্রে তিনি হরিণঘাটা বিধানসভার বাসিন্দা।

তিনি হরিণঘাটা কাষ্ঠডাঙ্গায় মদিনদিয়া প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষিকা।

তার শশুর বাড়ি হরিণঘাটার ১৫নং ওয়ার্ডে।

উল্লেখ্য, তাঁর পিতা কাজল কুমার গিরি কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুলের প্রাক্তণ শিক্ষক।

যদিও এই বিষয় জানাজানি হতেই নিন্দার ঝড় ওঠে স্হানীয়দের মধ্যে, এমনকি ঐ শিক্ষিকা সম্পর্কে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও সমালাচনা করেন।