অবতক খবর,৩ ডিসেম্বর: ৩৪ নম্বর জাতীয় সড়কে অবৈধ পার্কিং,বারাসত কলোনি মোড়ে ১৪ টি গাড়িকে জরিমানা করা হল বারাসত ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।এই অবৈধ পার্কিং এর জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে,যানজট তৈরি হচ্ছে বারাসত কলোনি মোড় চত্ত্বরে, সেই কারণে বারাসত জেলা পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে দেখা গেল শুক্রবার।
চারচাকা দু চাকা,যে যার মতো রাস্তার পাশে গাড়ি রেখে দিচ্ছে।পুলিশের তরফ থেকে আগে থেকেই সাবধান করা হয়েছিল,এবার আর সাবধান নয় সরাসরি জরিমানা।৩৪ নম্বর জাতীয় সড়ক, গুরুত্বপূর্ণ সড়ক সেই সড়কের দুধারে অবৈধ পার্কিং এর জন্য কলোনি মোড় চত্ত্বরে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে।সাম্প্রতিক নদিয়া জেলায় জাতীয় সড়কের ধারে লরি পার্কিং করা ছিলে সেই গাড়িতে ধাক্কা লেগে ১৮ জনের প্রাণ যায়।তারপর থেকে রাজ্য পুলিশ এই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালায়,আজ বারাসত কলোনি মোড়ে রাস্তার পাশে থাকা এমন ১৪ টি গাড়িকে আটক করে জরিমানা করা হয়।