অবতক খবর,৫ আগস্টঃ ১৯৮৮ সালে ব্রিগেডে সমাবেশ করেছিল এসইউসিআই। ৩৫ বছর পর আবার তারা জড়ো হচ্ছে ব্রিগেডে। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসইউসিআই(কমিউনিস্ট)-এর সমাবেশ। দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্মশতবার্ষিকীর সমাপ্তি উপলক্ষে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ রাজ্যে তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকেও দলীয় কর্মীরা ব্রিগেডে আসবেন বলে জানা গিয়েছে।

দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল থেকেও বিভিন্ন বামপন্থী দলের নেতারা এই ব্রিগেড সমাবেশে হাজির থাকবেন বলে দলের তরফে দাবি করা হয়েছে।সমাবেশে প্রধান বক্তা এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। বক্তব্য রাখবেন দলের পলিটব্যুরো সদস্য সত্যবান। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের আর এক পলিটব্যুরো সদস্য কে রাধাকৃষ্ণ,শনিবারের ব্রিগেড সমাবেশ উপলক্ষে ২৫টি রাজ্য থেকে দলের নেতা-কর্মী-সমর্থকরা কলকাতায় আসবেন।

ওডিশা থেকে ২টি ট্রেন, বিহার থেকে ১টি ট্রেন ও ৭টি কোচে, অন্য রাজ্য থেকে ট্রেনের কোচ রিজার্ভ করে কর্মীরা আসছেন। এ রাজ্যের কোচবিহার থেকেও ১টি ট্রেন রিজার্ভ করে কর্মীরা আসছেন।