অবতক খবর,৩০ মে: ৭২ ঘণ্টার আগেই ব্যান্ডেলে চালু হল ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, আজ সকাল ৮টা ৪০ নাগাদ হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশে ট্রেন ছাড়ে। আজ দুপুর ৩টে নাগাদ ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগেই চালু হল ট্রেন। যদিও আজ সকালেও অফিসযাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েন। কেউ কেউ হুগলি থেকে হেঁটে আসেন চুঁচুড়ায়। ট্রেনে প্রচণ্ড ভিড় তো বটেই। ভিড় ছিল অন্যান্য পরিবহণেও।
সিগনালিং ব্যবস্থাকে উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। ব্য়স্ত লাইন হওয়ার কারণে দ্বিতীয় দিনেই ভোগান্তির শিকার হন যাত্রীরা। আপাতত চুঁচুড়া থেকে হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, প্রায় একঘণ্টা অন্তর ট্রেন আসছে। পাশাপাশি, ট্রেনের সংখ্যা কম হওয়ায় কামরায় ভিড় উপচে পড়ছে।