অবতক খবর,১৩ আগস্ট: ৭৫তম স্বাধীনতা দিবসের আগেই কড়া নজরদারি চলছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। আজ সীমান্ত লাগোয়া বালুরঘাট শহরে চকভৃগু এলাকায় রেল স্টেশনে আরপিএফ জিআরপিএফ এবং বম স্কোয়াডের কর্মীরা বালুরঘাট স্টেশনে নাকা চেকিং করল। এছাড়াও ট্রেনেও চেকিং করে বম স্কোয়াডের কর্মীরা।