অবতক খবর,১৩ আগস্ট,নববারাকপুর : ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রবিবার সকালে রক্তার্পণ উৎসব অনুষ্ঠিত হল নববারাকপুর পুরসভার ১৯ নং ওয়ার্ডের অঙ্গনা অনুষ্ঠান ভবনে।নববারাকপুর ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত তৃতীয় বর্ষের রক্তার্পণ উৎসবের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।মন্ত্রী বলেন নববারাকপুরের সমস্ত ক্লাব সংগঠন গুলি সন্মিলিত ভাবে সমন্বয় করে মানবিক উদ্যোগে ব্রতী হয়েছে। অত্যন্ত ভালো একটি কাজ করছে ক্লাব সমন্বয়। ক্লাব সংগঠন গুলির কাজ মানুষের পাশে থাকা। সেই কাজটাই বাস্তবায়িত করছে। রক্ত দেওয়া এই যে কাজটা করছে। এর কোন বিকল্প নেই। আর্ত মানুষের পাশে দাড়ানো এর থেকে ভালো উপায় আর কিছু থাকতে পারে না। স্বাধীনতার ৭৬ তম বর্ষ পূর্তিতে বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করছে ক্লাব সংগঠন গুলি সন্মিলিত ভাবে।রক্তদাতাদের অনেক কুর্নিশ জানাই। নববারাকপুর ছোট পুরসভা। ঐক্য খুব সুন্দর। একতা বোধ আছে। সবাইকে নিয়ে চলার।ভালো কাজে সবাই সহযোগিতা করছেন। উপস্থিত নববারাকপুর পুরসভার পুরপ্রধান তথা ক্লাব সমন্বয় সমিতির সভাপতি প্রবীর সাহা জানান নববারাকপুরের প্রায় সমস্ত ক্লাব সংগঠন গুলিকে এক ছাতার তলায় নিয়ে সন্মিলিত ভাবে বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন। সামাজিক সংগঠন গুলি সারা বছর মানুষের সাথে থেকে কাজ করে এগিয়ে চলেছে। শপথ নেওয়া হল রক্তের অভাবে যেনো কোন মানুষ মারা না যান সেই শপথকে বাস্তবে রুপদান করতে এই মহতি উদ্যোগ। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, সাংসদ সৌগত রায়, মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, আইএএস নারায়ণ চন্দ্র সরকার, সমাজসেবী সুখেন মজুমদার, সুভাষ বন্দ্যোপাধ্যায়, মৃদুলা সাহা, তপন দাস, গৌতম মজুমদার সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধিগন।উৎসব সমন্বয় সমিতির সম্পাদক তথা পুরসভার পুর প্রতিনিধি দেবাশিস মিত্র জানান নববারাকপুরের ৯৫ টি ক্লাব সংগঠনের সন্মিলিত উদ্যোগে তৃতীয় বর্ষের রক্তদান শিবিরে ৪৯৪ জন রক্তদান করেন এদিন। মানুষ অনেক বেশি সচেতন হয়েছে রক্ত দেওয়ার ব্যাপারে। মানুষ এগিয়ে আসছে। রক্ত সংগ্রহ করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক এবং মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্ক।