অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ      বাংলায় বেকার যুবকদের চাকরির দাবি সহ কৃষি বিলের সমর্থনে আগামী ৮ অক্টোবর নবান্ন অভিযনের ডাক দিয়ে বিষ্ণুপুরে র‍্যালি করল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। বুধবার বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সহ দলের রাজ্য নেতা সায়ন্তন বসু এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষক কাঞ্চনা মিত্র সহ মহিলা নেত্রী সুজাতা খাঁ, দলের প্রাক্তন জেলা সভাপতি স্বপন ঘোষ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমর শাখা ও অন্যান্য নেতারা যদুভট্ট মঞ্চ থেকে মিছিল করে শহর পরিক্রমা করেন। পরে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে তাঁরা নবান্ন অভিযানের প্রস্তুতি সভা করেন।

ওই সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি এদিন তৃনমূলকে ‘কাট মানির সরকার’ আখ্যা দিয়ে বলেন ‘আগে তৃণমূল রোজভ্যালি, সারদা, আইকোর থেকে কাট মানি খেত। এখন সে সব নেই। তাই বাড়ি করে দেওয়ার নামে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কাট মানি খাচ্ছে। বাংলায় আজ যুবক যুবতী থেকে কৃষক, কেউ সুরক্ষিত নয়। টেট পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে এত টাকা নিয়েছে যে এতজন পরীক্ষাই দেয়নি। বেকার যুবকদের টাকা লুট করা হয়েছে। এখন বলছে রেজাল্টের লিস্ট হারিয়ে গেছে। আমরা দাবি করছি বাংলার বেকার যুবকদের চাকরি দিতে হবে’।

এর পাশাপাশি এদিন রাজ্য পুলিশকে এক হাত নিয়ে সায়ন্তনবাবু বলেন ‘পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। ওদের এখন একটাই কাজ সেটা বিজেপি নেতাদের নামে মিথ্যা কেস দেওয়া। পশ্চিমবঙ্গে এমন একটাও থানা নেই যেখানে আমার আর সৌমিত্র খাঁয়ের নামে কেস দেওয়া হয়নি। পুলিদের বলছি, নিরপেক্ষভাবে কাজ করুন। এই সরকারের আয়ু শেষ হয়ে গেছে। ২০২১ নির্বাচনে তৃণমূলের প্রত্যেকটা দুর্নীতির জবাব মানুষ দেবেন। তাই রাজ্যে ক্ষমতা বদল হওয়ার পর আপনাদেরও বদলি হওয়া শুরু হবে। দেখবেন বিষ্ণুপুর থেকে কালিংপং বদলি হয়ে গেছেন। সেখানে যেতে যেতে শুনবেন দীঘায় বদলি হয়েছেন। এভবেই বাসে ট্রেনে ঘুরে বছর কেটে যাবে’।

এদিন সৌমিত্র খাঁ বলেন ‘এই সরকার বাংলার যুবক যুবতীদের নিয়ে ছেলেখেলা করছে। চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে বসে যাচ্ছে। তাই বাংলায় ছেলেমেয়েদের চাকরি সহ রাজ্যে শিল্প এবং কৃষিকদের সুরক্ষার দাবি জানাতে আগামী ৮ অক্টোবর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে’।