আজ কী উল্লাস! ভারত জুড়ে করোনা আক্রান্তের লাশ।অযোধ্যা নগরে গড়ে উঠেছে রামমন্দির, সেটা নাকি রামের জন্মবাস! সাবাস! দেশ আমার, সাবাস!
শ্রীরাম মন্দির
তমাল সাহা
জরুরি ছিল কোভিড হাসপাতাল
তিনি বানালেন জয় শ্রীরাম মন্দির।
বজরংবলীদের নিয়ে তিনি প্রভুভক্ত বীর।
তিনি বানালেন রামসেনার আখড়া
কে জানে, কারা কারা পেল বখরা!
একশো ত্রিশ কোটি মানুষের দেশ।
হাসপাতালের চেয়ে
মন্দিরের সংখ্যা শত শত গুণ বেশি।
অসুস্থ হলে তুমি যাবে কোথায়?
রামলালার দরজায়!
চিকিৎসক হবেন শ্রীরাম!
তার হাতে নেবে ইঞ্জেকশন,
হবে মন্দিরবাসী?
হায়! দুর্ভাগা জন্মভূমি
এ দেশে মানুষের চেয়েও বড়ো মন্দির।
লজ্জায় মুখ লুকালো সূর্য
অস্তাচলে গেল সরজু নদী তীর।